রবিবার ২০ দলীয় জোটের 'অসন্তোষ দূরীকরণ' বৈঠক

গত ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ হলেও প্রায় ১৫ দিন পরে প্রতিক্রিয়া জানিয়েছিলো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। 

সেখান থেকেই প্রকাশ্যে কিছুটা প্রকাশ্যে আসে ২০ দলীয় জোটের ভঙ্গুর অবস্থা। গণমাধ্যমে পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় জোটের কয়েকটি দলের নেতাদের নাম না থাকা জোটের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

জোটের মধ্যেকার নেতাদের অসন্তোষ দূর করতে এবং পাশাপাশি করোনাভাইরাসে জোটগতভাবে করণীয় ও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে ২০ দলীয় জোট।

জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান আগামীকাল রবিবার (৫ জুলাই) ভার্চ্যুয়াল বৈঠক ডেকেছেন। জুম অ্যাপের মাধ্যমে বৈঠক চলবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মূলত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এ কারণে গত চার মাসে ২০ দলীয় জোট নেতাদেরও কোনো বৈঠক হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //