জলবায়ু পরিবর্তন: বিশ্বজুড়ে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৬ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৩ পিএম

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার দাবি নিয়ে লাখ লাখ মানুষ বিশ্বজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা চাইছেন, জীবাশ্ম-ভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ করা হোক এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা হোক।

সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গের শুরু করা এই বিক্ষোভে সামিল হতে ১১ লাখ শিশু ২০ সেপ্টেম্বর তাদের ক্লাস বর্জন করে। বিশ্বের প্রায় ১৫০টি দেশে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বলে বিবিসি জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh