কোমল ঠোঁট পেতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০ এএম

কোমল ও গোলাপী ঠোঁট পেতে চাই বাড়তি যত্ন। ছবি: সংগৃহীত

কোমল ও গোলাপী ঠোঁট পেতে চাই বাড়তি যত্ন। ছবি: সংগৃহীত

হাত, পা ও মুখের মতো ঠোঁটেরও যত্ন প্রয়োজন। বিভিন্ন কারণে ঠোঁট কালচে হয়ে যায়। অনেক সময় অতিরিক্ত প্রসাধনীর ব্যবহারেও ঠোঁট শুষ্ক ও নির্জীব হয়ে পড়ে। আর তখন ঠোঁটের স্বাভাবিক সৌন্দর্য হারায়। তাই কোমল ও আকর্ষণীয় ঠোঁট পেতে চাই বাড়তি যত্ন। 

জানুন যেভাবে পাবেন আকর্ষণীয় ও কোমল ঠোঁট:  

১. কালো ঠোঁটের যত্নে লেবু ও চিনির ব্যবহার করতে পারেন। এক ফালি লেবুর উপর চিনি নিন। তারপর এটি দিয়ে ঠোঁটে ঘষুন। লেবু ও চিনি ভালো স্ক্রাবারের কাজ করে। সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন।

২. নারকেল তেল ঠোঁটের জন্য উপকারি। এই তেল সংক্রমণ কমায় এবং ত্বক কোমল ও মসৃণ রাখে। প্রতিদিন সামান্য পরিমাণে নারকেল তেল আঙ্গুলের সাহায্য ঠোঁটে মালিশ করুন। ঠোঁট সুন্দর হবে।

৩. ঠোঁটের যত্নে ঘৃতকুমারী বা অ্যালোভেরা ভালো কাজ করে। তাজা অ্যালোভেরার জেল হাতে নিয়ে ঠোঁটে মালিশ করুন। শুকিয়ে আসলে তা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট কোমল ও মসৃণ হবে। 

৪. ঠোঁটের যত্নে মধু ব্যবহার করতে পারেন। এতে আছে ময়েশ্চারাইজার ও ক্ষত সারানোর শক্তি। এছাড়াও মধুতে আছে ব্যাক্টেরিয়া-রোধী উপাদান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh