ডিমের খোসার বিভিন্ন ব্যবহার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ এএম

ডিমের খোসা। ছবি: সংগৃহীত

ডিমের খোসা। ছবি: সংগৃহীত

ডিম প্রোটিন সমৃদ্ধ খাবার। এর গুণের শেষ নেই। ডিম খুব যত্ন করে খেলেও,  ডিমের খোসা ফেলে দেওয়া হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ একটি প্রতিবেদনে ডিমের খোসার নানাবিধ ব্যবহারের কথা উল্লেখ করেছে। 

জেনে নিন ডিমের খোসার রকমারি ব্যবহার সম্পর্কে: 

১. বাগানের গাছে যদি অনেক পোকা থাকে, তাহলে গাছ পোকামুক্ত রাখতে গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। এতে পোকামুক্ত থাকবে গাছ। 

২. ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল রয়েছে যা মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। ডিমের খোসা গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে নিন। মাটির উর্বরতা বাড়বে। 

৩. পাত্রের পোড়া ও  শক্তিশালী দাগ দূর করতে ডিশ ওয়াশিং সোপের সঙ্গে ডিমের খোসা ব্যবহার করুন। দ্রুত শক্তিশালী দাগ দূর হবে।   

৪.অনেক সময় রান্নাঘরের সিঙ্কে বা বেসিনের পাইপে ময়লা জমে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ডিমের খোসা খুব মিহি করে গুঁড়া করে সিঙ্কে বা বেসিনের ছাঁকনির মধ্যে দিয়ে দিন। বেশি করে পানি ঢেলে দিন। পাইপের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে।

৫. কফির স্বাদ অতিরিক্ত তেঁতো হয়ে যায় অনেক সময়। এক্ষেত্রে ১ চিমটি পরিমাণে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে দিন। চামচ দিয়ে নেড়ে মিনিট কয়েক অপেক্ষা করুন। কমে যাবে কফির তেঁতো ভাব।   

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh