চুয়াডাঙ্গায় হুন্ডির ৩০ লাখ টাকাসহ আটক ১

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৮ পিএম

অবৈধ হুন্ডির টাকা ও মোটরসাইকেলসহ আটক আব্দুর রাজ্জাক। ছবি: সাম্প্রতিক দেশকাল

অবৈধ হুন্ডির টাকা ও মোটরসাইকেলসহ আটক আব্দুর রাজ্জাক। ছবি: সাম্প্রতিক দেশকাল

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রাম থেকে হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ আব্দুর রাজ্জাক (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার সকাল ৮টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে যাওয়ার সময় গ্রামের কবরস্থানের কাছ থেকে তাঁকে আটক করা হয়। ওই সময় দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় টাকাগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা।

আটক আব্দুর রাজ্জাক কুতুবপুর গ্রামের সুতাপাড়ার মরহুম জামাত মন্ডলের ছেলে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, গোপনে সংবাদের ভিত্তিতে মুন্সীপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমানের নের্তৃত্বে একদল বিজিবি সদস্য কুতুবপুর গ্রামের কবরস্থানের কাছে অবস্থান নেয়। ওই সময় সেখান থেকে আব্দুর রাজ্জাক তার লাল রঙের টিভিএস মোটরসাইকেলে চেপে কার্পাসডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা গতিরোধ করে তাঁর দেহ তল্লাশি করলে ওই টাকাগুলো কোমরে বাঁধা অবস্থায় পায়।

বিজিবি পরিচালক আরো জানান, সুবেদার মতিউর রহমান বাদী হয়ে আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh