ডিআইজি প্রিজন্স পার্থের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৯ পিএম

 ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিক। ছবি: সংগৃহীত

ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিক। ছবি: সংগৃহীত

ঘুষ গ্রহণের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এই আদেশ দেন।

আসামির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী কামরুল ইসলাম। অন্যদিকে, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। 

গত ২৮ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির নর্থ রোড (ভূতের গলি) থেকে ঘুষের ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয় পার্থকে। ওই দিন সকালে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে দুদক পার্থ বণিকের ব্যবহার করা একটি প্রাইভেটকারও জব্দ করে।

২০১৮ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে ময়মনসিংহগামী ট্রেন থেকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার ব্যাংকের চেক ও ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।

সে সময় তিনি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে নিজের ঘুষ বাণিজ্যের পেছনে সহায়ক শক্তি হিসেবে সেখানকার তৎকালীন ডিআইজি পার্থ গোপাল বণিকের নাম বলেন। ওই তথ্যের সূত্র ধরে দুদকের অনুসন্ধানী টিম রোববার পার্থ গোপালকে সেগুনবাগিচার কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফ্ল্যাট থেকে ওই সব টাকা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় পার্থ গোপাল বণিককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh