রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

প্রতিনিধি, রাজবাড়ী

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি জেলা সদরের শহিদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে গেলে রহিম তাঁর বাহিনী নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা হামলা চালালে রহিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh