পৃথিবীর রং

অরণ্য আপন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মরে যাইনি আজো, বেঁচে আছি পৃথিবীর স্তন চুষে নিরক্ষর জমিনে

টের পাই জীবন, মানুষের ভিড় ঠেলে যখন রাত আসে গোপনে

এ পৃথিবী একটা রাস্তা পার হয়ে গেলে তার দেখা মেলে

আমাদের ভালোবাসা সার্থক হয় ঠিকানা খুঁজে পেলে চোখের জলে

যদি পারতাম স্মৃতিহীন হয়ে যেতে অনেক দুঃখের ভেতর

চোখের নিচে ভিজে গিয়ে এ প্রেম ঘাস হতো কবরের ওপর

ঘাসের ভেতর জেগে থাকে আঙুল, লোভ হয় ভেজার

চোখের নিচে দাঁড়িয়ে ভিজতে চাওয়ার মানুষ ছিল না কখনো আমার

কেবল দীর্ঘশ্বাস বের হয়ে যায় ঘর ছেড়ে দুঃখকে একা ফেলে

সব পর হয়ে যায় জীবনের--- পৃথিবীর রং শাদা হয়ে গেলে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh