বাদ সৌম্য, দলে ফিরলেন রুবেল-শফিউল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩১ পিএম

সৌম্য-রুবেল-শফিউল। ছবি: গুগল

সৌম্য-রুবেল-শফিউল। ছবি: গুগল

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর ত্রিদেশীয় টি-২০ সিরিজের বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।

চট্টগ্রাম পর্বের দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে। প্রথমবার টি-২০ দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলে ফিরেছেন দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

বিসিবির সোমবার দুপুরে ঘোষণা করা স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।  না খেলেই বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান ও প্রথম ঘোষিত দলের চমক ইয়াসিন আরাফাত। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হুট করেই দলে নেওয়া আবু হায়দারও বাদ না খেলেই।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে চট্টগ্রামে বাংলাদেশের টি-২০ দুটি আগামী বুধবার ও শনিবার।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, নাইম শেখ, আমিনুল বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh