কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০ পিএম

 উড়োজাহাজটি একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। ছবি: এএফপি

উড়োজাহাজটি একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। ছবি: এএফপি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছোট আকারের এক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। দেশটির পপেয়ান শহরে রবিবার এ দুর্ঘটনা ঘটে।

ওই অঞ্চলের দমকল বাহিনীর কমান্ডার জুয়ান কর্লোস গানান এএফপিকে বলেন, ‘উড়োজাহাজটিতে নয়জন আরোহী ছিলেন। এদের মধ্যে সাতজন নিহত ও দু’জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহত তৃতীয়জন একটি শিশু। উড়োজাহাজটি একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। ওই শিশুটি সেখানে ছিল।

গানান জানান, দমকল কর্মীরা ঘটনাস্থলে উড়োজাহাজটির জ্বালানি ট্যাঙ্কের ফুটো দিয়ে তেল বেরিয়ে পড়া বন্ধের চেষ্টা করে। এর বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি তদন্ত করে দেখা হচ্ছে।

দুই ইঞ্জিন বিশিষ্ট পিপার পিএ-৩১-৩৫০ উড়োজাহাজটি পপেয়ান থেকে লোপেজ ডি মিকেতে যাচ্ছিল। এটি উড্ডয়নের পরপরই স্থানীয় সময় বেলা ২টা ১১মিনিটে বিধ্বস্ত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh