যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ১২:১৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ০২:২১ পিএম

বিমানবন্দরে বিধ্বস্ত বিমানটি

বিমানবন্দরে বিধ্বস্ত বিমানটি

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। অঙ্গরাজ্যের হার্টফোর্ডের কাছে ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় বি-১৭ বোমারু বিমানটি বিধ্বস্ত হয়।

ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯.৪৫ মিনিটে উড্ডয়ন করে বোমারু বিমানটি। উড়ার অল্প মুহূর্তে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে বিমানবন্দরের কাছেই হার্টফোর্ডে বিধ্বস্ত হয় এটি।

বিমানটিতে ১৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। যার মধ্যে সাতজনই নিহত ও আরো ছয়জন আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।  

নিহতদের সবাইকে এখনও শনাক্ত করা না যাওয়ায় তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্টেট পুলিশ কমিশনার জেমস রোভেলা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেছে।

এই ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাড়ে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকে। বোয়িং বি-১৭ বোমারু বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপান বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল।  

কলিংস ফাউন্ডেশন নামে একটি ক্যাটারিং অ্যাভিয়েশন গ্রুপ বিমানটি পরিচালনা করত। অর্থের বিনিময়ে মানুষকে তারা পুরোনো বিমানে উড়ার সুযোগ করে দেয়। -সিএনএন 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh