ব্ল্যাকহেডসকে বিদায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ১১:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্ল্যাকহেডস চেহারার সৌন্দর্যকে ম্লান করে দেয়। ধুলাবালি ও ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। আর এর ফলে ত্বক কালো দেখায়। তাই একে দূর করার উপায় জানা জরুরি। 

লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট গ্লোপিঙ্কে'র এক প্রতিবেদনে ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর করার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে।  

ডিম ও মধুর ব্যবহারে 

একটি ডিমের সাদা অংশ চামচ দিয়ে ফেটিয়ে, এতে ১ চা চামচ মধু মেশান।  মিশ্রণটি ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগিয়ে শুকানোর পরে টেনে উঠিয়ে ফেলুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চালের গুঁড়া ও গোলাপজল

১ চা চামচ চালের গুঁড়া, ২ চা চামচ গোলাপজল ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে স্ক্রাব করুন। স্ক্রাব করলে ত্বকের ময়লা ও ব্ল্যাকহেডস দূর হয়। কয়েক মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।

বেকিং সোডা

১ কাপ পানিতে ৪ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবারের বেশি ব্যবহার করবেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh