সিলেটে শিশু নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রতিনিধি, সিলেট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ০৩:৪৪ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ এএম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মোজাম্মেল হোসেন নাঈম (১১) হত্যায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুহিতুল হক বুধবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত আফতাব আলীর ছেলে ইসমাইল আলী (২২), একই গ্রামের ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে মিঠুন মিয়া (২০) ও তার ভাই রুবেল (১৮), দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি-ব্লকের ডিপটি ওরফে রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)। 

এ মামলার অপর এক আসামি জুনেদ হোসেন খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মামলার বর্ণনা দিয়ে পিপি আব্দুল মালেক জানান, ২০১১ সালের ১৪ অগাস্ট মাসে তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু নাঈম। ২০ অগাস্ট নাঈমের বাবা আব্দুল হক বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। নিখোঁজের সাতদিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে তার বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করা হয়।

 তদন্ত শেষে ২০১১ সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই মোহাম্মদ হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট জমা দেন। বিচার প্রক্রিয়া সম্পন্ন করে এ মামলার রায় ঘোষণা করা হল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh