আবরার হত্যার নিন্দা ঢাকাস্থ কুষ্টিয়া নাগরিক ফোরামের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:১৫ পিএম

আবরার ফাহাদ।

আবরার ফাহাদ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত প্রতিষ্ঠানটির শিক্ষার্থী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ কুষ্টিয়া নাগরিক ফোরাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ বান্না বলেন, দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। ঘরে-বাইরে সর্বত্রই মানুষ নিরাপত্তাহীন। বুয়েটের মতো প্রতিষ্ঠানের আবাসিক হলের রুম থেকে একজন মেধাবী ছাত্রকে ধরে নিয়ে হলের ভেতরেই নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশবাসী স্তম্ভিত।  দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থের পক্ষে কথা বলার কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হচ্ছে। 

বিবৃতিতে তিনি আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। একইসঙ্গে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, চাঁদাবাজিসহ সব অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh