ত্বকের উজ্জ্বলতায় ওটস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ১০:৪৭ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ১২:২০ পিএম

ছবি: ডেইলি ফুলকি

ছবি: ডেইলি ফুলকি

ত্বকের ময়লা ও তৈলাক্ত ভাব দূর করতে ওটস কার্যকরী। ওটস উজ্জ্বলতাও বাড়ায়। এছাড়া ওটসের স্ক্রাব ব্যবহার করলে ব্ল্যাকহেডসও দূর হবে। ত্বক হবে নিখুঁত ও সুন্দর। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে ত্বকের উজ্জ্বলতায় ওটসের স্ক্রাবের ব্যবহারবিধি সম্পর্কে বলা হয়েছে।  

১. ৩ টেবিল চামচ ওটমিল গুঁড়া, ৩ টেবিল চামচ মধু ও প্রয়োজন মতো তরল দুধ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ম্যাসাজ করুন ৫ মিনিট। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।   

২. একটি পাকা কলা ব্লেন্ড করে ১ চা চামচ দুধ মিশিয়ে নিন। এবার ওটমিলের গুঁড়া মিশিয়ে ত্বকে ঘষুন। ৫ মিনিট ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে কোমল ও নরম। 

৩. চিনি ও ওট একসঙ্গে গুঁড়া করে নিন। টমেটো স্লাইস করে এই গুঁড়ায় গড়িয়ে নিন। এবার ঘষে ঘষে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. ওট গুঁড়া করে টক দই ও লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। কয়েক মিনিট ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

৫. ৪ টেবিল চামচ ওট গুঁড়া করে নিন। ২ টেবিল চামচ তরল দুধ, সামান্য গোলাপজল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি ত্বকে ঘষুন কিছুক্ষণ। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh