যুব ছায়া সংসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ০৭:১৪ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ১২:৫৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ শনিবার ‘যুব ছায়া সংসদ’ এর অষ্টম অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘খাদ্য অপচয় রোধ,পুষ্টিকর খাদ্য নিশ্চিত করুন ও যুব ক্ষমতায়নে অগ্রাধিকার দিন।’

আমার অধিকার ফাউন্ডেশন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারসহ দেশের চল্লিশটি স্বেচ্ছাব্রতী সংগঠন এ অধিবেশনের আয়োহন করে। 

অধিবেশনে সভাপতিত্ব করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশের সভাপতি শিশির শীল। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর আতাউর রহমান মিটন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh