কঙ্গোয় বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০২:৩৪ পিএম

আফ্রিকার দেশ ডি আর কঙ্গোয় বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। রাজধানী কিনশাসার কাছে যাত্রীভর্তি একটি বাস রাস্তা পড়ে যাওয়ার পর এতে আগুন ধরে যায়।

রেডক্রসের মুখপাত্র ডেভিড নসিলা বলেন, দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৮ জন। লাশ শনাক্ত করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

এমবাঞ্জা-এনগুনুঙ্গু অঞ্চলের কর্মকর্তা দিদিয়ার এনসিম্বা বলেন, যাত্রী ও মালামাল বোঝাই বাসটি লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেদি শোক সন্তপ্ত পরিবারের প্রতি তাঁর শোক ও সমবেদনা জানান। একইসঙ্গে তিনি জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যাওয়া বাতিল করেন। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

এমবাঞ্জা-এনগুনুঙ্গু রাজধানী কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এর হাইওয়ে-ওয়ান সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।- এএফপি


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh