সাকিবদের ধর্মঘট নিয়ে সৌরভ যা বললেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০৯:৩৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ১২:১১ পিএম

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

হঠাৎই উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সাকিব-তামিম-মুশফিকসহ জাতীয় দল ও ঘরোয়া ক্লাবের প্রায় সব ক্রিকেটার মিলে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন।

দাবিগুলো না মানলে সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকারও ঘোষণা দিয়েছেন সাকিবরা। ফলে টাইগারদের আসন্ন ভারত সফর নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দিল্লিতে ৩ নভেম্বরের টি-২০ দিয়ে ভারত সফর শুরু হওয়ার কথা বাংলাদেশের। তিনটি টি-২০ ও দুই টেস্টের সফরের জন্য ২৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু করার কথা ছিল বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটারদের ধর্মঘটের কারণে সবকিছুই শঙ্কার মুখে পড়ে গেছে।

বিষয়টি ঠিকই নজরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ( বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর। তবে আন্দোলনের প্রভাব ভারত সফরে পড়বে না বলেই মনে করেন সাবেক এই ক্রিকেট তারকা।

সৌরভ বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। তারা (বাংলাদেশ) খেলতে আসবে।’

বাংলাদেশ ক্রিকেটের এই সংকট নিয়ে বিসিবির সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘এটা পুরোপুরিই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিসিবির সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh