দাম কমলো অ্যাপল আইফোন ১০ আরের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০১:০৩ পিএম

ছবি: দ্য ওয়াল

ছবি: দ্য ওয়াল

ভারতেই হচ্ছে আইফোন ১০ আরের সংযোজন। চীনা ম্যানুফ্যাকচারার ফক্সকনের ভারতীয় ফ্যাক্টরিতে ফোনগুলো তৈরি করা হচ্ছে। 

ভারতে এর চাহিদা থাকায় আইফোন ১০ আরের দাম অনেকটাই কমিয়েছে অ্যাপল।

ভারতে তৈরি ফোনগুলোর বক্সে লেখা থাকবে ‘অ্যাসেম্বেলড ইন ইন্ডিয়া’। আইফোন ১০ আরের ৬৪ জিবি সংস্করণের দাম পড়ছে ৪৯ হাজার ৯০০ রুপি। চীনে উৎপাদিত পণ্যের ওপর ১০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানোর ফলে ভারতে আইফোন সংযোজন করার সিদ্ধান্ত নেয় অ্যাপল।

এ সুযোগে ভারত সরকারও বিদেশি কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের প্রক্রিয়া ও নিয়মনীতি সহজ করে দেয়। চীনে উৎপাদিত আইফোন, আইপ্যাড ও ম্যাকবুকের ওপর শুল্ক বসবে ১৫ ডিসেম্বরের পর থেকে। অ্যাপলের ক্ষেত্রে শুল্কের পরিমাণ ১০ শতাংশ হলেও বেশকিছু মার্কিন প্রতিষ্ঠানকে চীন থেকে পণ্য আনতে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশে গত বছরের সবচেয়ে জনপ্রিয় আইফোন মডেলটির বিক্রি বন্ধ করেছে অ্যাপল। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh