ক্রিকেটারদের সঙ্গে বসতে রাজি বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০১:২৫ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:৫৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

দেশের ক্রিকেট ঠিকমতো চলছে না বলে অভিযোগ করে গত সোমবার থেকে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। এমন অচলাবস্থা নিরসনে আন্দোলনরত ক্রিকেটার সঙ্গে আলোচনায় বসার কথা আজ বুধবার সকালে জানান প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে তামিম ইকবাল কথা বলেছেন। তামিম জানিয়েছেন সবার সঙ্গে আলাপ করে সভায় বসার বিষয়টি ঠিক করবেন।’

এদিকে বিসিবি আজ বিকেলেই আলোচনায় বসতে আগ্রহী। 

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে। তাকে অনুরোধ করে বলেছি বোর্ডের অবস্থানের ব্যাপারে। তাকে জানানো হয়েছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে বোর্ড আগ্রহী। তারা বলেছেন তারা আজ নিজেদের মধ্যে আলাপ করে জানাবে। সে হিসেবে আমরা আজ ৫টায় চাইলে বসতে পারবো। অথবা যে কোনো জায়গায় ডাকলে আমরা সভায় বসতে আগ্রহী।’

বর্তমান দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে বোর্ড নমনীয় কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নমনীয় না শুধু, ক্রিকেটাররা যে দাবি করেছে সেগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব। বোর্ড প্রধানও এ ব্যাপারে বলেছেন বিষয়টি দ্রুত নিষ্পত্তি সম্ভব।’

তিনি আরো বলেন, ‘দেখা যাক কী হয়। আমরা সবাই তো এটাই আশা করি সমস্যার দ্রুত সমাধান হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh