বেজোসকে টপকে আবারো বিশ্বসেরা ধনী বিল গেটস

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৮:৪৮ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ০৯:৩৬ এএম

আবারো পৃথিবীর সেরা ধনীর খেতাব নিজের করেছেন বিল গেটস। জেফ বেজোসকে টপকে এ খেতাব অর্জন করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

এই মুহূর্তে বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার।

১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে শীর্ষস্থান দখল করেন বেজোস।

সে সময় বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। এ বছর এপ্রিলে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় তার স্ত্রীকে নিজের সংস্থার ৩৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার ছেড়ে দিতে হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh