কেরালাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ১০:২০ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ১০:০৮ এএম

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে ভারতের গোকুলাম কেরালা এফসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী।

আজ সোমবার (২৮ অক্টোবর) এমএ আজিজ স্টেডিয়ামে দুই গোল করে চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের। অন্য গোলটি করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ।

গোকুলামের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চট্টগ্রাম আবাহনী। তবে ২৮তম মিনিটে গোল খেয়ে বসে চট্টগ্রাম আবাহনী। গোকুলামের পক্ষে গোল করেন হেনরি কিসেক্কা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চলে আসে সমতা। ৪৬ মিনিটে আরিফুরের পাস থেকে গোল করেন দিদিয়ের। এরপর গোলকিপারের সৌজন্যে দুবার বেঁচে যাওয়া গোকুলাম ৮০ মিনিটে এগিয়ে যায় আবার। দুরূহ কোণ থেকে গোলকিপার মোহাম্মদ নেহালকে পরাস্ত করেন মার্কোস জোসেফ। ৮৯ মিনিটে আবার সমতা নিয়ে আসে চট্টগ্রাম আবাহনী। সোহেল রানার কাট ব্যাক থেকে নিজের দ্বিতীয় গোল করেন দিদিয়ের।

নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে জয়সূচক গোল করেন ম্যাথিউ। শেষ দিকে কিসেক্কা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভারতীয় দলটি।

মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মোহনবাগান খেলবে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির বিপক্ষে। ফাইনাল হবে বৃহস্পতিবার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh