খুশকিকে জানান বিদায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১০:৫৭ এএম

ছবি: হেলথলাইন

ছবি: হেলথলাইন

খুশকি চুলের শত্রু। কারণ মাথায় অতিরিক্ত খুশকি থাকলে চুলের গোড়া নরম হয়ে যায়। প্রচুর চুল পড়ে। স্ক্যাল্প অনেক চুলকায়। তাই খুশকি দূর করা বাধ্যতামূলক। বাজারে অনেক শ্যাম্পু পাওয়া যায়, যার মাধ্যমে খুশকিকে চির বিদায় জানানো যায়। তবে সব ত্বকে সব ধরনের শ্যাম্পু কার্যকরী হয় না। সেক্ষেত্রে খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় প্রয়োগ করে দেখতে পারেন।

জানুন ঘরোয়া উপায়ে খুশকি দূর করার কার্যকরী কিছু উপায় সম্পর্কে: 

মেথি

চুলের যত্নে মেথি কার্যকরী। ২ চা চামচ মেথি পাত্রে ভিজিয়ে সারারাত রেখে দিন। সকালে তা পেস্ট করে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০-৪৫ মিনিট। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে।

বেকিং সোডা

এক কাপ কুসুম গরম পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। পুরানো শ্যাম্পুর বোতলে ভরেও ঝাকিয়ে নিতে পারেন। শ্যাম্পুর পরিবর্তে কয়েকদিন এটি ব্যবহার করতে পারেন।  

লবণ

লবণ খুশকি দূর করে। ৩ টেবিল চামচ লবণ নিন। চুল সামান্য ভিজিয়ে গোড়ায় ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

ভিনেগার  

১/২ কাপ উষ্ণ গরম পানিতে ১/২ কাপ অ্যাপেল সিডার ভিনেগার বা সাধারণ ভিনেগার মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ভালো করে চুল ধুয়ে নিন। তবে ধোয়ার সময় শ্যাম্পু করবেন না।

লেবুর রস ও ঘৃতকুমারী

লেবুর রস ও ঘৃতকুমারী খুশকি দূর করতে সাহায্য করে। ২ টেবিল চামচ লেবুর রস স্ক্যাল্পে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। কয়েকদিন এভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন। এছাড়া চুল ধোয়ার ১৫ মিনিট আগে অ্যালোভেরা জেল তথা ঘৃতকুমারীর জেল লাগিয়ে নিন চুলের গোড়ায়। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh