মিরপুরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৫:০৭ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ১২:০৩ পিএম

রাজধানীর রূপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ১৪ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ অক্তোবর) বিকেল ৪টার দিকে মনিপুরের ১১ রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ছয় শিশু হলো ফারজানা (৭), নূপুর (১১), রুবেল (১০), রমজান (৮), শাহিন (৯) ও রিয়া মনি (১০)। এদের মধ্যে সন্ধ্যার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া মারা যায়। সবার লাশ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ফারজানার বাবার নাম আবু তালেব, মা নার্গিস বেগম। গ্রামের বাড়ি ভোলার বাপদার চেউয়াখালী। তার বোন মরিয়ম আহত হয়েছে। সে চিকিৎসাধীন। তারা পাঁচ বোন ও দুই ভাই। ফারজানা বস্তির ব্রাক স্কুলে পড়তো।

নূপুরের বাবার নাম নূর আলম, মা সুরমা বেগম। গ্রামের বাড়ি ভোলা জেলার দুলারহাটের নুরাবাদ।

রুবেলের বাবার নাম নূর ইসলাম, মা পারভীন বেগম। গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।

রমজানের বাবার নাম বদিউল আলম। বাড়ি কিশোরগঞ্জের ফুলবাড়িতে। সে মাদ্রাসায় পড়তো।

শাহিনের (৯) বাবার নাম শাহজাহান। ঝিলপাড়া বস্তিতে পরিবারের সঙ্গে থাকতো সে।

রিয়া মনির বাবার নাম মো. মিলন। গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাস জানান, এক বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে চারজনের মৃত্যু হয়। ভ্যানে করে গ্যাস সিলেন্ডার নিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিল এক বিক্রেতা। পাশেই বস্তি এলাকা হওয়ায় অনেকেই ভ্যান ঘিরে এবং আশপাশে দাঁড়িয়ে ছিল। কেউবা বেলুন কিনছিল। ওই সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে।সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তারা মারা যান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh