মেসি ম্যাজিকে দুর্দান্ত বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৬:৩৩ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৮:৪৩ পিএম

স্প্যানিশ লা লিগায় মেসির নৈপুণ্যে ভায়োদলিদকে ৫-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করান মেসি। দলের হয়ে অন্য তিন গোল করেন ক্লেমোঁ লংলে, আর্তুরো ভিদাল ও লুইস সুয়ারেজ। 

ক্যাম্প নু'তে মঙ্গলবার রাতের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে এরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

খেলার দ্বিতীয় মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন লংলে। পঞ্চদশ মিনিটে কিকোর গোলে সমতায় ফেরে ভায়োদলিদ।

২৯তম মিনিটে মেসির পাস থেকে লক্ষ্যভেদ করেন ভিদাল। ৩৪তম মিনিটে ২৭ গজ দূর থেকে মেসির নেওয়া ফ্রি-কিকের কোনো জবাব ছিলো না ভায়োদলিদ গোলরক্ষকের কাছে। বল একেবারে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

৭৫তম মিনিটে আবারো গোল করেন মেসি। ইভান রাকিটিচের বাড়ানো বল ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মেসি। দুই মিনিট পর মেসির পাস থেকে গোল করেন সুয়ারেজ।

১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে শীর্ষে ফেরা বার্সেলোনার পয়েন্ট ২২। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া গ্রানাডার পয়েন্ট ২০।

দিনের আরেক ম্যাচে দেপোর্তিভো আলাভেসের মাঠে ১-১ ড্র করা আতলেতিকো মাদ্রিদ ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

সমান ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে আছে রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়া। ১০ ম্যাচ করে খেলেছে দল দুটি। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh