বড় ঝুঁকিতে আইফোন-৫ ব্যবহারকারীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১২:১৯ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ১২:২৩ পিএম

ছবি: ইন্টারনেট।

ছবি: ইন্টারনেট।

আইফোন-৫ ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ হারানোর ঝুঁকিতে আছেন। এই সমস্যা এড়াতে ৩ নভেম্বরের মধ্যে আইফোন-৫ ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেট দিতে বলা হয়েছে। নয়তো এ মডেলের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। 

অ্যাপলের বরাত দিয়ে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বিবিসি ও ইন্ডিয়া টুডের খবরে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, আইফোন-৫ ব্যবহারকারীরা ইন্টারনেটে প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকি এড়াতে আগামী সাপ্তাহিক ছুটির আগে তাদের সফটওয়্যার আপডেটের জন্য সতর্ক করা হয়েছে।

টেকনোলজি জায়ান্ট অ্যাপল জানিয়েছে, যারা ৩ নভেম্বরের মধ্যে আইওএস ১০.৩.৪ ডাউনলোড করবেন না তারা সমস্যায় পড়বেন। কাজটি না করলে সময় ও তারিখ ঠিক করার ফিচারে প্রবেশ করতে পারবেন না সংশ্লিষ্টরা।

এই সমস্যা ছাড়াও অ্যাপস্টোর, ই-মেইল, ওয়েব ব্রাউজিং এবং স্টোরেজ সার্ভিস আই-ক্লাউডে প্রবেশের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। 

জানা গেছে, অ্যাপল নির্দেশিত আইওএস ১০.৩.৪ ভার্সনটি আইফোন-৫ এর জন্য সর্বশেষ ভার্সন।

প্রসঙ্গত, আইফোনের সব পুরনো মডেল ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। এতে তারা উন্নত এবং সঠিক জিপিএস লোকেশন সেবা পাবেন বলে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh