বাসে বমি প্রতিরোধের উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৪:০০ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০১৯, ১০:৫৮ এএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাসে উঠলেই অনেকের বমি বমি ভাব হয়। কিংবা দূরের ভ্রমণে গেলে অনেকের মাথা ঘোরায়। বমি করে। তখন শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়।জেনে রাখা ভালো, কোনো প্রকার ট্যাবলেট না খেয়ে ঘরোয়া কিছু উপায়ে বমি বমি ভাব দূর করা যায়। 

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বাসে বমি প্রতিরোধের ঘরোয়া উপায় সম্পর্কে বলা হয়েছে।  

১. লবঙ্গ বমি প্রতিরোধে সহায়ক। এক চামচ লবঙ্গের গুঁড়ো দিয়ে এক কাপ পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চায়ের মতো চুমুক দিয়ে খেয়ে নিন পানীয়টি। স্বাদ তেতো বা ঝাঁঝালো লাগলে মধু মিশিয়ে খেতে পারেন। আর হঠাৎ বমি ভাব আসলে দুয়েকটা লবঙ্গ চিবিয়ে খান, ভীষণ ঝাঁঝালো হলেও এতে বমি ভাব বন্ধ হবে দ্রুত।

২. আদা দ্রুত বমি ভাব বন্ধ করে। আদা চা, কিংবা কাঁচা আদা লবণ দিয়ে চিবিয়ে খেলে বমি ভাব কেটে যায়।

৩. জিরা গুঁড়া পানিতে গুলিয়ে খেতে পারেন। এটি বমি ভাব দূর করে। কিংবা ভাজা জিরা চাবাতে পারেন। 

৪. বমি ভাব বন্ধে নাকের কাছে লেবুর খোসা ধরতে পারেন। লেবুর রস ও থেতো করা লবঙ্গ মিশিয়ে আধ গ্লাস শরবত বানিয়ে পান করুন। তাহলে গাড়িতে বমি আসবে না।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh