নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মেসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৯:৫৬ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০১৯, ১২:২৬ পিএম

লিওনেল মেসি।

লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে নভেম্বরে মাসে হয়ে যাওয়া দুইটি প্রীতি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। আগের মতোই ডাক পাননি পিএসজির জার্সিতে ছন্দে থাকা স্ট্রাইকার মাউরো ইকার্দি ও মিডফিল্ডার ডি মারিয়া।

কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ হন মেসি। ৩ অগাস্ট মেসিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই হিসেবে ৩ নভেম্বর শেষ হতে যাচ্ছে তার শাস্তির মেয়াদ।

আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর ইসরায়েলের মাটিতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।


আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: হুয়ান মুসো (উদিনেজে), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), এমিলিয়ানো মার্তিনেস (আর্সেনাল), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)

ডিফেন্ডার: হুয়ান ফইথ (টটেনহ্যাম), রেনসো সারাভিয়া (পোর্তো), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নেহুয়েন পেরেস (ফামালিকাও)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (ভালেস), রদ্রিগো দে পল (উদিনেজে), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), লুকাস ওকামপোস (সেভিয়া)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা, সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনসালেস (স্টুর্টগার্ট) লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (ইউভেন্তুস)

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh