ইতিহাসে ১ নভেম্বর : জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ১০:০৭ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০১৯, ১২:৩৮ পিএম

বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা:

১৬০৪ সালের এই দিনে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো প্রথম বারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়। 

১৮৯৭ সালের এই দিনে ইতালিয়ান ফুটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়।

১৯০৩ সালের এই দিনে পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে।

১৯৫২ সালের এই দিনে যুক্তরাষ্ট্র সর্ব প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমাটি হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি শক্তিশালী।

১৯৫৪ সালের এই দিনে আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ সালের এই দিনে প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।

১৯৮১ সালের এই দিনে অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়।

১৯৯২ সালের এই দিনে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

২০০৭ সালের এই দিনে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।

জন্ম:

১৮৭৮ সালের এই দিনে আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কার্লোস সাভেদ্রা লামাস জন্মগ্রহণ করেন। 

১৯৪৯ সালের এই দিনে নাসার প্রধান প্রশাসক মাইকেল ডি. গ্রিফিন জন্মগ্রহণ করেন।

১৯২৬ সালের এই দিনে বাংলাদেশি সাহিত্যিক আবু ইসহাক জন্মগ্রহণ করেন।

১৯৫০ সালের এই দিনে আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী রবার্ট বি. লাফলিন জন্মগ্রহণ করেন।

১৯৬৮ সালের এই দিনে সাবেক বাংলাদেশি ক্রিকেটার আকরাম খান জন্মগ্রহণ করেন। 

১৯৭৩ সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন জন্মগ্রহণ করেন।

১৯৭৪ সালের এই দিনে ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮৭৩ সালের এই দিনে নাট্যকার দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন। 

১৯০৩ সালের এই দিনে জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী থিওডর মমসেন মৃত্যুবরণ করেন। 

১৯৫০ সালের এই দিনে বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৯৩ সালের এই দিনে স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সেভেরো ওচোয়া মৃত্যুবরণ করেন। 

দিবস:

আজ বাংলাদেশে জাতীয় যুব দিবস,

আলজেরিয়ায় জাতীয় দিবস,

এন্টিগুয়া ও বারমুডায় স্বাধীনতা দিবস,

আয়ারল্যান্ডে সামহাইন প্রচিলিত শীতের প্রথম দিন ও 

পুরো বিশ্বে ভেগান দিবস পালিত হচ্ছে।   

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh