ইতিহাসে ২ নভেম্বর : জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৯:০৭ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিং।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিং।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা

১৭৭২ সালের এই দিনে মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ হয়।

১৮৮০ সালের এই দিনে জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৭৬ সালের এই দিনে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।

১৮৮৯ সালের এই দিনে উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

জন্ম

৬৮২ সালের এই দিনে আরবের খলিফা উমর ইবনে আবদুল আজিজ জন্মগ্রহণ করেন।

৯৭১ সালের এই দিনে গজনভি সাম্রাজ্যের শাসক মাহমুদ গজনভি জন্মগ্রহণ করেন।

১৮৬৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিং জন্মগ্রহণ করেন।

১৮৮৬ সালের এই দিনে আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।

১৮৭৭ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার ভিক্টর ট্রাম্পার জন্মগ্রহণ করেন।

১৮৯৮ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের গভর্নর জাকির হুসাইন জন্মগ্রহণ করেন।

১৯২৯ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী কানাডীয়-মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ রিচার্ড এডওয়ার্ড টেইলর জন্মগ্রহণ করেন। 

১৯৬৫ সালের এই দিনে ভারতের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান জন্মগ্রহণ করেন।

১৯৮৬ সালের এই দিনে বাংলাদেশী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি দেবেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮১৮ সালের এই দিনে বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক স্যামুয়েল রোমিলি মৃত্যবুবরণ করেন।

১৯৫০ সালের এই দিনে নোবেলজয়ী আইরিশ নাট্যকার জর্জ বার্নাড 'শ' মৃত্যুবরণ করেন।

দিবস

বিশ্ব নিউমোনিয়া দিবস ও 

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস (২-৪ নভেম্বর)। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh