ইতিহাসে ৩ নভেম্বর : কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৮:৪৮ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০১৯, ০২:৩৯ পিএম

জাতীয় চার নেতা। ফাইল ছবি

জাতীয় চার নেতা। ফাইল ছবি

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

জানুন ইতিহাসে ৩ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়।

জন্ম

১৮৯৭ সালের এই দিনে বাংলাদেশের সাংবাদিক, রাজনীতিবিদ আবুল কালাম শামসুদ্দীন জন্মগ্রহণ করেন।

১৯৩৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার গার্ড ম্যুলার জন্মগ্রহণ করেন।

১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ মৃত্যুবরণ করেন।

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশি রাজনীতিবিদ সৈয়দ নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোঃ মনসুর আলী মৃত্যুবরণ করেন।

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান মৃত্যুবরণ করেন।

১৯৭৭ সালের এই দিনে বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ মুহম্মদ কুদরাত-এ-খুদা মৃত্যুবরণ করেন। 

১৯৭৭ সালের এই দিনে পূর্ব বাংলার প্রথম গভর্নর ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌ মৃত্যুবরণ করেন।

দিবস

জেল হত্যা দিবস (বাংলাদেশ)।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দিবস। (২ থেকে ৪ নভেম্বর)

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh