বেকারদের চাকরিতে আবেদনের ফি কে দিবে?

মো. বিল্লাল হোসেন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:২৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেকারত্ব একজন সদ্য পাশ করা গ্রাজুয়েটের কাছে একটি অভিশাপের নাম। তার ওপর বর্তমান সময়ে চাকরিতে আবেদনের ফি অনেক বেশি। একজন বেকার যুবক এমনিতেই বেকারত্বের অভিশাপে জর্জরিত, আবার চাকরিতে আবেদনের ফি অতিরিক্ত। কতটা কষ্টে আবেদন বা পরীক্ষা দিতে যাওয়ার টাকা জোগাড় করতে হয়, সেটা একজন বেকারই জানে। অনেকের পক্ষেই এত টাকা জোগাড় করা সম্ভব হয় না, তাই চাকরির পরীক্ষায় অংশগ্রহণও করতে পারে না মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও। স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত আবেদন ফি। তাই চাকরির আবেদন ফি কমানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

মো. বিল্লাল হোসেন
শিক্ষার্থী, 
জীববিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh