ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করবে ইরান: রুহানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৩:৫৫ পিএম

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরানের দক্ষিণাঞ্চলে ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পুনরায় শুরু করা হবে।

বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে পিছু হটার এটি ইরানের সর্বশেষ পদক্ষেপ।

টেলিভিশনে আজ মঙ্গলবার দেয়া ভাষণে রুহানি বলেন, পরমাণু কেন্দ্রের এক হাজার ৪৪টি মেশিনে আগামীকাল বুধবার থেকে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু হবে।

চুক্তিতে কোমের কাছে ফর্দো প্লান্টে পরমাণু সংক্রান্ত সকল কাজ বন্ধের শর্ত ছিল, যা ইরান আর্ন্তজাতিক অবরোধ তুলে নেয়ার বিপরীতে মেনে নিয়েছিল।

কিন্তু গত বছর মে মাসে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা এবং ইরানের ওপর নতুন অবরোধ আরোপের প্রেক্ষিতে তেহরান চুক্তি থেকে পিছু হটা শুরু করে। -আল জাজিরা ও এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh