সিসিটিভি ক্যামেরা কিনতে বিএবির সাড়ে ৫ কোটি টাকার চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৪:৫৬ পিএম

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার জন্য সাড়ে পাঁচ কোটি টাকার চেক প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম রহমত উল্লাহর কাছে এ চেক হস্তান্তর করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

ওই সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুুরুন নেওয়াজ, স্যোশাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উত্তরা ব্যাংকের পরিচালক কর্নেল (অব.) এম এস কামাল, বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল এবং ডিএমপির গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh