সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৫:১৩ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ১১:০৯ পিএম

বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে থাকবেন। তবে এরই মধ্যে দারুণ এক সুখবর পেয়েছেন সাকিব আল হাসান।

ভারতের অনলাইনভিত্তিক ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার সম্প্রতি সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ তৈরি করেছে। আর সেই একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব।

জানা গেছে, গত ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। আর এই ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের হাজারতম টি-টোয়েন্টি ম্যাচ হয়ে দাঁড়ায়। সেই উপলক্ষে এই একাদশ তৈরি করে সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। 

সাকিব ছাড়াও সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আছেন:
রোহিত শর্মা, ব্রেন্ডন ম্যাককালাম (উইকেটরক্ষক), বিরাট কোহলি, ইয়ন মরগান (অধিনায়ক), শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, উমর গুল ও ইমরান তাহির।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh