ভারতীয় নারী ক্রিকেটারের আদর্শ মুশফিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৭:১৩ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ১১:০৫ পিএম

ঋদ্ধি রুপারেল ও মুশফিকুর রহিম।

ঋদ্ধি রুপারেল ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিমকে আদর্শ মানেন ভারতীয় নারী ক্রিকেটার ঋদ্ধি রুপারেল।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ নারী দলের এ অধিনায়ক মুশফিকদের প্রথম দিনের অনুশীলনেই হাজির হলেন স্টেডিয়ামে। মুশফিকের সঙ্গে দেখা করে পরামর্শ নিলেন। ছবি তুলতেও ভুল করেননি।

ঋদ্ধি বলেন, ‘আমি আরো দুই বছর আগে থেকে মুশফিককে অনুসরণ করি। কিছুদিন আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম, তখন মুশফিক এবং সাকিবের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজেছি। কিন্তু তখন তারা অন্য একটা টুর্নামেন্টে খেলতে ব্যস্ত ছিলেন। তখন মুশফিক-সাকিবের সঙ্গে আমার দেখা হয়নি। আমি সে সময় কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলতে গিয়েছিলাম।’

দিল্লিতে মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় টাইগাররা। এ ব্যাপারে ঋদ্ধি বলেন, ‘আমি মুশফিককে আদর্শ মনে করি। কারণ আমিও তার মতো উইকেটকিপার এবং টপঅর্ডার ব্যাটার। তাই তিনি যেভাবে সেদিন ব্যাট করছিলেন আমি অনুভব করতে পারছিলাম। শুরুতে তিনি কিছুটা সময় নিয়েছিলেন, কিন্তু পরে হুট করেই ম্যাচের পথ ঘুরিয়ে দেন। যেমন সেদিন তার ক্যাচ পড়ার পরও তার ঘুরে দাঁড়ানোর মানসিকতা ইতিবাচক ছিল। তিনি হয়তো মনে মনে বলছিলেন নিজের দলকে যে করেই হোক জেতাতে হবে। ক্যাচটা পড়ার পরে চারটা বাউন্ডারি মেরে উনি যেভাবে খেলা শেষ করেছেন, তা উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো। এসবের কারণেই তিনি আমার আদর্শ, আমিও তার মতো খেলতে চাই।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh