হিন্দা স্কুলে টুডে’স বেস্ট অব দ্যা ক্লাস নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ১০:৪২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ১১:১১ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স‌চিব আকরাম আল হোসেনের নির্দেশনায় ’’মু‌জিব বর্ষে সাবলীলভাবে বাংলা পড়া নি‌শ্চিত করা" প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার জয়পুরহাটের ক্ষেতলালের হিন্দা সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ে আক‌স্মিক প‌রিদর্শনে এসে 'বাংলা পড়া' তদার‌কি করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এফাজুল হক।

তদার‌কি শেষে সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থী সবলীলভাবে প্র‌মিত উচ্চারণে পড়তে পারায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সান‌জিদা আখতারকে বেস্ট স্টুডেন্ট অব দ্যা ক্লাস নির্বাচিত ঘোষণা করেন। 

এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার এফাজুল হকের উপস্থিতিতে ক্লাস টিচার মুহাম্মদ মাহবুবর রহমান সান‌জিদা আখতারকে কলম উপহার দেন। এ ব্যাপারে, তিনি বলেন- শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃ‌ষ্টির জন্য ব্য‌ক্তিগতভাবে আমি পুরস্কার স্বরূপ কলম প্রদান করেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh