ইতিহাসে ৬ নভেম্বর : জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৮:৫৬ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ১০:১৬ পিএম

অভিনেতা আনোয়ার হোসেন।

অভিনেতা আনোয়ার হোসেন।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৬ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা

১৭৬৩ সালের এই দিনে নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিযে় নেয়।

১৮১৩ সালের এই দিনে মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।

১৮৮৪ সালের এই দিনে ডমিনিকান রিপাবলিক সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৮৬০ সালের এই দিনে আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯১৭ সালের এই দিনে লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

১৯৫২ সালের এই দিনে প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।

১৯৬২ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়।

১৯৭৫ সালের এই দিনে খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সঙ্গী-সাথীদের সিপাহীদের গুলিতে নিহত হন।

১৯৮৫ সালের এই দিনে আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৮ সালের এই দিনে চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় ১ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯০ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন।

১৯৯১ সালের এই দিনে ফিলিপাইনে টাইফুনে ৭ সহস্রাধিক লোকের মত্যু হয়। 

১৯৯৬-বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯৪ সালের এই দিনে তাজিকিস্তান এর সংবিধান প্রতিষ্ঠিত হয়। 

জন্ম

১৮১৪ সালের এই দিনে বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি যন্ত্র ডিজাইনার ও স্যাক্সোফোন উদ্ভাবক অ্যাডলফে সাক্স জন্মগ্রহণ করেন।

১৮৪১ সালের এই দিনে ফরাসি রাজনীতিবিদ ও নবম প্রেসিডেন্ট আরমান্ড ফালিয়েরেস জন্মগ্রহণ করেন।

১৮৫১ সালের এই দিনে আমেরিকান সাংবাদিক ও অর্থনীতিবিদ চার্লস ডও জন্মগ্রহণ করেন।

১৯২১ সালের এই দিনে আমেরিকান সৈনিক, সাংবাদিক ও লেখক জেমস জোনস জন্মগ্রহণ করেন।

১৯২৫ সালের এই দিনে ফরাসি অভিনেতা মাইকেল বউকুয়েট জন্মগ্রহণ করেন।

১৯৩১ সালের এই দিনে বাংলাদেশি অভিনেতা আনোয়ার হোসেন জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ ফ্রাঁসোয়া অ্যাংলার্ট জন্মগ্রহণ করেন।

১৯৪৭ সালের এই দিনে ইংরেজ অভিনেত্রী ক্যারোলিন সেয়মউর জন্মগ্রহণ করেন। 

১৯৫৫ সালের এই দিনে আমেরিকান সাংবাদিক ও লেখক মারিয়া শ্রিভার জন্মগ্রহণ করেন।

১৯৭২ সালের এই দিনে ইংরেজ অভিনেত্রী ও গায়িকা থান্ডি নিউটন জন্মগ্রহণ করেন।

১৯৮৭ সালের এই দিনে সার্বিয়ান টেনিস খেলোয়াড় আনা ইভানোভিচ জন্মগ্রহণ করেন।

১৯৯০ সালের এই দিনে জার্মান ফুটবলার আন্দ্রে হোর্স্ট শুর্লে জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৪৯২ সালের এই দিনে ফরাসি সুরকার ও কবি আন্টইনে বুস্নইস মারা যান।

১৯৪১ সালের এই দিনে ফরাসি লেখক মরিস লি ব্লাঞ্চ মৃত্যুবরণ করেন।

১৯৮৫ সালের এই দিনে ভারতীয় অভিনেতা সঞ্জীব কুমার মারা যান। 

১৯৯১ সালের এই দিনে আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জিন টিয়েরনেয় মৃত্যুবরণ করেন।

২০০৭ সালের এই দিনে ইংরেজ অভিনেত্রী হিলডা ব্রাইড মারা যান। 

দিবস

আজ ডমিনিকান রিপাবলিকে সংবিধান দিবস ও 

তাজিকিস্তানে সংবিধান দিবস পালিত হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh