একাদশ পরিবর্তনের আভাস দিলেন মাহমুদউল্লাহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৬:০৮ পিএম

মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে বর্তমানে গুজরাটে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচের আগে শেষ অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, উইকেট দেখে প্রয়োজনে একাদশে পরিবর্তন হতে পারে।

একাদশ পরিবর্তন প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, আপাতত মনে হচ্ছে না। আগামীকাল উইকেট দেখে সিদ্ধান্ত নিব। যদি প্রয়োজন হয় তাহলে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। অন্যথায় উইনিং কম্বিনেশন রাখার চেষ্টা করব। যেহেতু এই মাঠে এভারেজ ১৭০-১৮০ রান উঠছে, সেহেতু উইকেট দেখে প্রয়োজনে একাদশ পরিবর্তন হলেও হতে পারে।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে ভারত মরিয়া হয়ে আছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, তারা যেমন মরিয়া হয়ে আছে। আমরাও মরিয়া হয়ে আছি। কারণ আমাদের সামনে অনেক বড় সুযোগ। আমরা এই সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। 



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh