‘স্পেশাল সেঞ্চুরির’ সামনে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ১০:৩৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ১০:৩৮ পিএম

ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা।

ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা।

বাংলাদেশ বনাম ভারতের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যক্তিগত মাইলফলকের সামনে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ‘স্পেশাল সেঞ্চুরির’ সামনে তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কীর্তি ভাঙতে চলেছেন হিটম্যান।

ইতিমধ্যে ৯৯টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন রোহিত। নয়াদিল্লিতেই তিনি মহেন্দ্র সিং ধোনিকে টপকেছেন। ভারতের সাবেক অধিনায়ক ৯৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

সেখানে আফ্রিদির নামের পাশে লেখা রয়েছে ৯৯টি টি টোয়েন্টি ম্যাচ। তাকে ছাপিয়ে শততম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন রোহিত। রাজকোটে নামলে দেশের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।

সবচেয়ে বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তার নামের পাশে রয়েছে ১১১টি টি-টোয়েন্টি ম্যাচ। মালিককে ছুঁতে অবশ্য এখনও দেরি রয়েছে ভারতীয় ওপেনারের।

এ ম্যাচ একদিকে ব্যক্তিগত মাইলফলক, অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। অধিনায়ক রোহিত কি চাপ অনুভব করতে শুরু করেছেন?


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh