স্বপ্নে বিনামূল্যে শপিং অফার চলছে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০৬:২৯ পিএম

স্বপ্ন। ছবিঃ সংগৃহীত

স্বপ্ন। ছবিঃ সংগৃহীত

দেশের বৃহ সুপারশপ স্বপ্নে কোনো বিনামূল্যে শপিং অফার চলছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নের নাম দিয়ে যে প্রচার পচারণা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'সুপারশপ চেইন স্বপ্ন'র নাম ব্যবহার করে কিছু অসাধু-চক্র নকল শপিং অফার, কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এ ধরনের জাল অফারের সাথে স্বপ্নের কোন সংশ্লিষ্টতা নেই। এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা দেওয়া লিংকে ক্লিক করে যেকোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হবার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হয়। এই অসাধু কার্যক্রমের মাধ্যমে কোনো ক্রেতা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নিবে না।'

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বপ্ন তার ক্রেতা সাধারণের স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেতন, তাই এসব অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নোয়ার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh