ইরানে ভূমিকম্পে নিহত ৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১০:৩৫ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯, ০৩:২৬ পিএম

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন তিন শতাধিক। 

গার্ডিয়ানের খবরে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার রাত আড়াইটার দিকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের হাসট্রুড শহর থেকে ৬০ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। কম্পনটি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় দুই কোটি লোক কম্পন অনুভব করেছে। ভূকম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ বাকের অনার বলেন, উদ্ধারকারী দল পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh