ইতিহাসে ৯ নভেম্বর : জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৯:৩০ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ০১:১০ পিএম

ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা ইকবাল।

ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা ইকবাল।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৯ নভেম্বর কোথায় কী ঘটেছিল।  

ঘটনা 

১৯৫৩ সালের এই দিনে ফ্রান্স থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ সালের এই দিনে ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদন্ড আইন রহিত ঘোষণা করা হয়।

১৯৭২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছরের পুরনো ফসিল উদ্ধার করা হয়।

১৯৮৯ সালের এই দিনে পূর্ব ও পশ্চিম জার্মানীকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ২৮ বছর পর ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়।

১৯৯০ সালের এই দিনে নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান।

১৯৯০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লক্ষ সেনা পাঠায়।

১৯৯৯ সালের এই দিনে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়।

জন্ম

১৮৭৭ সালের এই দিনে বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা ইকবাল জন্মগ্রহণ করেন।

১৮৬৮ সালের এই দিনে কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুক অভিনেতা মারি ড্রেসলার জন্মগ্রহণ করেন। 

১৮৮৫ সালের এই দিনে জার্মান গণিতবিদ হেরমান ভাইল জন্মগ্রহণ করেন।

১৯১৩ সালের এই দিনে অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী হেডি লেমার জন্মগ্রহণ করেন।

মৃত্যু

২০০১ সালের এই দিনে ইতালীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, ইতালির ৬ষ্ঠ প্রেসিডেন্ট জিওভান্নি লিওন মৃত্যুবরণ করেন।

২০০৫ সালের এই দিনে ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ভারতের ১০ম রাষ্ট্রপতি কে আর নারায়ণন মৃত্যুবরণ করেন। 

২০১৪ সালের এই দিনে কাতারের যুবরাজ সৌদ বিন মুহাম্মাদ আল থানি মৃত্যুবরণ করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh