ঘূর্ণিঝড় বুলবুলের রাতে মায়ের কোলে এলো ‘বুলবুলি’

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৯:২১ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ১১:৩৮ এএম

বুলবুলি। ছবি: সংগৃহীত

বুলবুলি। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্কের মধ্যেই  হনুফা বেগমের কোল আলো করে জন্ম নিয়েছে ’বুলবুলি’। আর ঘূর্ণিঝড়ের নামানুসারে শিশু কন্যার নাম রাখা হয় ’বুলবুলি’।

বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গতকাল শনিবার শিশুটির জন্ম হয়। 

শিশুটির বাবার নাম বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত মান্নান। 

তিনি বলেন, ‘গর্ভধারিণী হনুফা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তার জন্য আগেই মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। মধ্যরাতে নবজাতক কন্যার জন্মের পরই ঘূর্ণিঝড়ের নামানুসারে নাম রাখা হয় বুলবুলি আক্তার বন্যা। শিশুটির বাবা বায়েজিদ শিকদার তার মেয়ের নাম রেখেছেন। মা ও শিশুর যত্ন নেয়ার জন্য চিকিৎসক নিয়োজিত আছেন।’

বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। আবুল কালামের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লাইগ্যা সবাই দোয়া করবেন।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh