ইতিহাসে ১০ নভেম্বর : জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১০:৫১ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০৩:৩৫ পিএম

 নূর হোসেন দিবস পালিত হচ্ছে আজ। ছবি: গুগল

নূর হোসেন দিবস পালিত হচ্ছে আজ। ছবি: গুগল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১০ নভেম্বর কোথায় কী ঘটেছিল।   

ঘটনা 

১৪৯৩ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।

১৯৮২ সালের এই দিনে পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা যায়।

জন্ম

১৮৯৩ সালের এই দিনে বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম জন্মগ্রহণ করেন। 

১৯৩৬ সালের এই দিনে মার্কিন ভাষাবিজ্ঞানী পল পোস্টাল জন্মগ্রহণ করেন।

১৯৫৪ সালের এই দিনে প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক জয় গোস্বামী জন্মগ্রহণ করেন।

১৯৮৫ সালের এই দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার আফতাব আহমেদ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৩৮ সালের এই দিনে তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি কামাল আতাতুর্ক মৃত্যুবরণ করেন।

১৯৮৩ সালের এই দিনে বাংলাদেশি সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক আ. ক. ম. মুজতবা মৃত্যুবরণ করেন। 

১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী নূর হোসেন মৃত্যুবরণ করেন।

১৯১৫ সালের এই দিনে বাংলাদেশের বিখ্যাত বাউল মরমী সাধক রাধারমন দত্ত মৃত্যুবরণ করেন। 

দিবস

আজ বাংলাদেশে নূর হোসেন দিবস পালিত হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh