চলে গেলেন কবি ও স্থপতি রবিউল হুসাইন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ১০:১৬ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯, ১০:২১ এএম

কবি ও স্থপতি রবিউল হুসাইন।

কবি ও স্থপতি রবিউল হুসাইন।

একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন (৬৭) আর নেই। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মধ্যরাতে মারা যান।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠান সমন্বয়ক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী জানান, রবিউল হুসাইন রক্তের জটিলতায় ভুগছিলেন। গত দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার তাকে সিসিইউতে নেয়া হয়।

রবিউল হুসাইন ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য।

কবি রবিউল হুসাইন ঝিনাইদহের শৈলকূপার সন্তান। তার জন্ম ১৯৪৩ সালে। তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী।

পেশা স্থাপত্যশিল্প হলেও সম্পৃক্ততা ছিল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষকও ছিলেন তিনি।

ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে তিনি একুশে পদক লাভ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh