বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে কারিগরি ত্রুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১০:১৮ পিএম

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং এর সহযোগী প্রতিষ্ঠান কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে বলছে, আজ  বাংলাদেশ সময় রাত ৯টা ৬ মিনিট থেকে ফেসবুকে লগ-ইন করতে না পারা, এরর বার্তা দেখানো সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ইতোমধ্যে টুইটারে #facebookdown হ্যাসট্যাগটিও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এ সময়ে ফেসবুকে সমস্যার বিষয়টি ডাউন ডিটেক্টরকে জানিয়েছে প্রায় ৯ হাজারের বেশি ব্যবহাকারী। তবে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অনেক ব্যবহারকারী বলেছেন, তারা ফেসবুকে স্বাভাবিকভাবেই ঢুকতে পেরেছেন। তবে ফেসবুকের গুরুত্বপূর্ণ কিছু কাজ তারা করতে পারছেন না। উদাহরণ হিসেবে ফেসবুকে নতুন কোনো পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh