বাংলাদেশ এখন সন্ত্রাসের জনপদ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৫:০৩ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৩২ এএম

রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক সেমিনারে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক সেমিনারে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ এখন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘সকল নৃশংসতাই যেন বিচ্ছিন্ন ঘটনা! সাগর-রুনি, বিশ্বজিৎ, নুসরাত, তনু, মীম, আবরার, সুমি’ শীর্ষক সেমিনারের তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন বলেন, ‘সারাদেশে প্রতিদিনই নারী-শিশুদের ওপর নির্যাতন চলছে। এখানে দুই মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ বা যুবক, বাবা-মা কেউ নিরাপদ নয়। দেশে দুর্বলদের ওপর অত্যাচার চলছে। বাংলাদেশ যারা শারীরিকভাবে দুর্বল তারা সবচেয়ে বেশি অনিরাপদ।’

আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, এখন যেটা দাঁড়িয়েছে তারা এখন সন্ত্রাসের রোল মডেল, দুর্নীতির রোল মডেল। 

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ তারা সমাজকে বিভক্ত করে ফেলেছে। তারা সমাজকে দূষিত করেছে। চতুর্দিকে তাকিয়ে দেখুন, সবখানে বিভক্তি। এটি এত বেশি যে কেউ ভয়ে, ত্রাসে কথা বলতে চায় না। একদিকে আওয়ামী লীগ করতে হবে, না হলে অত্যাচার।’

আয়োজন সংগঠনের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাবির সাবেক উপার্চায এমাজউদ্দীন আহমদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh