ইউরো কাপ: মৃত্যুকূপে ফ্রান্স-জার্মানি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম | আপডেট: ১৭ জুন ২০২১, ১০:২৭ পিএম

ইউরো কাপের মৃত্যুকূপ ‘এ‌‌ফ’ গ্রুপে পড়েছে ফ্রান্স-জার্মানি

ইউরো কাপের মৃত্যুকূপ ‘এ‌‌ফ’ গ্রুপে পড়েছে ফ্রান্স-জার্মানি

ইউরো কাপের মৃত্যুকূপ ‘এ‌‌ফ’ গ্রুপে পড়েছে ফ্রান্স-জার্মানি। টুর্নামেন্টের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবার ইউরোপের ১২টি শহরে বসবে এই আসর। আগামী বছর ১২ জুন শুরু হবে ইউরো কাপের মূল পর্ব। আসরের ফাইনাল হবে ১২ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে। 

চলতি বছর অক্টোবরে শুরু হয়েছিল বাছাই পর্ব। যারা কোয়ালিফাই করেছে তাদের নিয়ে সামনের বছর মার্চে আয়োজিত হবে প্লে-অফ পর্ব। এই প্লে-অফ পর্ব থেকে চার দল যোগ দেবে মূল পর্বের সি, ডি, ই ও এফ গ্রুপে।

এরই মধ্যে রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত হয়েছে ড্র। ফুটবল বিশ্লেষকরা বলছেন, গ্রুপ এফ এবার মৃত্যুকূপ। ওই গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল, গতবারের রানার্সআপ জার্মানি ও এবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স। গ্রুপের চতুর্থ দল যোগ দেবে প্লে-অফ পার করে।

দেখে নেওয়া যাক এবার কোন গ্রুপে কারা রয়েছে:
গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস ও সুইজারল্যান্ড।
গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম ও রাশিয়া।
গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া ও প্লে-অফ ডি জয়ী।
গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, প্লে-অফ সি জয়ী ও চেক প্রজাতন্ত্র।
গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড ও প্লে-অফ বিজয়ী।
গ্রুপ এফ: প্লে-অফ এ জয়ী, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানি। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh