এসএ গেমসের জমকালো উদ্বোধন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:০২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১২:০৫ পিএম

এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একাংশ। ছবি: সংগৃহীত

এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একাংশ। ছবি: সংগৃহীত

সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১২তম আসরের পর্দা উঠলো। বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই টুর্নামেন্টের। 

নেপালের তিনটি শহর কাঠমান্ডু, পোখারা ও জানাকপুরে শুরু হতে যাচ্ছে হাজার হাজার ক্রীড়াবিদের লড়াই।

বর্ণিল আয়োজন আর পারফরমেন্সের দিক থেকে নেপালের মাটিতে আগের দুই আসরকে ছাড়িয়ে গেছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।

১৯৮৪ ও ১৯৯৯ সালের পর তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের আয়োজন করেছে নেপাল। 

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি আজ রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় গেমসের উদ্বোধন করেন। তিন ঘণ্টার এই জাঁকালো আয়োজনে সন্ধ্যা গড়তেই দশরথ স্টেডিয়ামে বাড়তে থাকে দর্শক সমাগম। তারপর নেপালের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে তারা নাচে-গানে। এতে অংশ নেয় হাজার খানেক শিল্পী।

এরপর মশাল প্রজ্জ্বলন করেন এসএ গেমসে তায়কোয়ান্দোতে চারবারের স্বর্ণজয়ী দীপক বিস্তা। মশাল নিভবে ১০ ডিসেম্বর। মশাল প্রজ্জ্বলনের পর লেজার শোয়ের পাশাপাশি সাত দেশের ক্রীড়াবিদরা মাঠ প্রদক্ষিণ করেন। 

এসএ গেমসের জন্য নেপালে মিলিত হয়েছেন আসা পাঁচ হাজারেরও বেশি অ্যাথলেট, কর্মকর্তা, রেফারি ও সাংবাদিকরা। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ছিল আতশবাজির ফোয়ারা। 

এসএ গেমসের ১৩তম আসরের ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh